Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ

''পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডশন আইন১৯৯৯বলে প্রতিষ্ঠিত একটি সংবিধিবদ্ধ স্ব-শাসিত প্রতিষ্ঠান ''

 

কানাডিয়ান আন্তজাতিক উন্নয়ন সংস্থা(সিডা)'র অথ সহায়তায় ১৯৮৪ ইং সালে পল্লী দারিদ্র্য কমসূচী (আরডি-২ প্রকল্প) শুরু হয় । বাংলাদেশ পল্লী উন্নয়ন বোড (বিআরডিবি) এই প্রকল্পপ বাস্তবায়ন করে । আরডি-২ প্রকল্প শেষ হওয়ার পর সম্পূণ সিডা'র অথায়নে আরডি-১২ নামে ১৯৮৮ সনে ৬ বছরের জন্য একটি নতুন প্রকল্প শুরু হয় । এই প্রকল্পবাংলাদেশে ১৭ টি জেলায় বাস্তবায়িত হয় । ১৯৯৬ সালে পল্লী বিত্তহীন কমসূচী (পবিক) এই প্রকল্পটি পুনরায় ৩ বছরের জন্য বাড়নো হয় । দারিদ্র্য বিমোচন সারাবিশ্বর মতো বাংলাদেশেও সবাধিক অগ্রাধিকার প্রাপ্ত একটি প্রকল্প । এই প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নের জন্য সরকার এবং কানাডিয়ান সিডা দ্বারা পরিচালিত এই প্রকল্পকে ১৯৯৯ সালে নভেম্বর মাসে জাতীয় সংসদে পাশকৃত এবং গৃহীত ২৩ নং আইনের মাধ্যমে  ''পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডশন (পিডিবিএফ) নামে প্রতিষ্ঠা করা হয়``। এই ফাউন্ডেশন ৩০ এপ্রিল,২০০০ ইং থেকে সরকারি পযায় একটি স্ব-শাসিত প্রতিষ্ঠান হিসেবে কাযক্রম বাস্তবায়ন করে আসছে ।

দেশের দরিদ্র ও অসুবিধাগ্রস্ত ব্যক্তিদের সেবায় নিয়োজিত পিডিবিএফএকটি স্ব-শাসিত সুদৃঢ়,স্বনিভর ও অমুনাফাকাঙ্খী নন-ব্যাংকিং আথিক প্রতিষ্ঠান ।

সিনিয়র ইউডিবিও

পিডিবিএফ

ঘাটাইল,টাঙ্গাইল ।

#০১৭১২৫৯৯৪১০